২৬ জুন ২০২৪, বুধবার



পাকিস্তানকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

ক্রীড়া ডেস্ক || ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ এএম
পাকিস্তানকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত


বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলতে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের ৫ উইকেটে হারিয়ে বড় সুখবর পেয়েছে ভারত। পাকিস্তানকে টপকে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভারতের মোহালিতে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

এই জয়ের কারণে ভারতের ওয়ানডে রেটিং দাঁড়িয়েছে ১১৬তে। আর তাতে পাকিস্তানকে হটিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেয় ভারত।১১৫ রেটিং  নিয়ে দুই নম্বরে পাকিস্তান। আর ১১১ রেটিং নিয়ে তিনে রয়েছে অস্ট্রেলিয়া। ৯৪ রেটিং নিয়ে তালিকার সাতে রয়েছে বাংলাদেশ। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন