২৬ জুন ২০২৪, বুধবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

মৃত্যু ও প্রেম

দিলারা হাফিজ || ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০২ পিএম
মৃত্যু ও প্রেম


মৃত্যুর আগে ঐ প্রেম এসে
বললো: আমাকে রাখো:
আমি হেসে বললাম, ছিঃ—কী—-বলছো এসব তুমি?

সে বললো: জানোই তো তুমি,আমি খুব ইনোসেন্ট!
হও ইনোসেন্ট,ইতিউতি কিছুতে যে, নেই আমি—-
এখন আমি দয়াল-সাধিকা,ভক্তি রসে অধরা
তার কাছে যেতেই পুলসিরাতের পথ খুঁজছি…
সে বললো : আমি হলাম বিরহিনীর মায়া-সাঁকো, 
আমাতেই ভর করে,যেতে হবে ঐ দূরের পথ—-
দেখো না, শত সহস্র পথচারীর এ-পদচ্ছাপ 
আমার হৃদয় তরঙ্গে বয়ে যাচ্ছে যে— ঢেউ তুলে।

আমি বললাম—এখন আমার অনেক বয়স,
তোমাকে আমার-জানি,নেই আর কোনো প্রয়োজন?
দৃঢ়কণ্ঠে এবার বললো: তুমি অনিত্য,অনিতা 
নশ্বর ও নাশশীল—সহজে ভঙ্গুর দেহলতা…

আমি না থাকলে,পৃথিবী উন্মাদ —কেউ নও তুমি।

আমি আছি বলে,সর্বভূতে উত্তাল—তুমিই হও
ঈশ্বর প্রণয়ে ছোঁয়া চিরন্তন ভাটিয়ালি গান॥



আরো পড়ুন