২৬ জুন ২০২৪, বুধবার



দাম কমলো চিনির, শনিবার থেকে কার্যকর

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ এপ্রিল, ২০২৩, ০৬:০৪ পিএম
দাম কমলো চিনির, শনিবার থেকে কার্যকর


প্যাকেটজাত ও খোলা চিনির দাম কমলো। নতুন দর অনুযায়ী প্রতিকেজিতে ৩ টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী, পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতি কেজি ১০৪ টাকায়, আর এক কেজির প্যাকেট চিনির দাম হবে ১০৯ টাকা। আগে এই দাম ছিল যথাক্রমে ১০৭ টাকা ও ১১২ টাকা।

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন