২৯ জুন ২০২৪, শনিবার



টাঙ্গাইলে ৩ দোকানিকে জরিমানা

টাঙ্গাইল সংবাদদাতা || ১৩ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
টাঙ্গাইলে ৩ দোকানিকে জরিমানা


টাঙ্গাইলের নাগরপুরে ভেটেনারি, ফার্মেসি ও মাংসের দোকানে অভিযান চালিয়ে ৩ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার  ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা,  মাংসের সঠিক পরিমাপ না থাকায় ও সঠিক কাগজপত্র দেখাতে না পারায়  তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা। এ ধরনের অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলেও  জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারি অফিসার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা প্রশাসন অন্যন্য কর্মকর্তা। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন