০৭ মে ২০২৪, মঙ্গলবার



এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || ৩০ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান


শুরু হলো এশিয়ার বিশ্বকাপ খ্যাত ‘এশিয়া কাপ’ টুর্নামেন্ট ২০২৩। টুর্নামেন্টটির ১৬তম আসরের পর্দা উঠে গেলো পাকিস্তানের মুলতান শহরে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে নবাগত নেপালের বিপক্ষে টস জিতে উদ্বোধনী ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

শুধু এশিয়া কাপই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনো পর্যায়ে এই প্রথম নেপালের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ বলে প্রতিপক্ষকে ছোট করে দেখতে রাজি নয় পাকিস্তানিরা। যে কারণে নেপালের মত দলের বিপক্ষেও শক্তিশালী একাদশ গঠন করেছে তারা।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, ইফতিখার আহমেদ, ফাখর জমান, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।

নেপাল একাদশ: কুশল বুর্তেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাডৌলে (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সম্পাল কামি, করণ কেসি, সন্দিপ লামিচানে এবং ললিত রাজবংশি।

ঢাকা বিজনেস/এমএ/





আরো পড়ুন