১৮ মে ২০২৪, শনিবার



ভিসতা প্যাভিলিয়নে ইলিয়াস কাঞ্চন, বেড়েছে বিক্রি

স্টাফ রিপোর্টার || ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ পিএম
ভিসতা প্যাভিলিয়নে  ইলিয়াস কাঞ্চন, বেড়েছে বিক্রি


জমে উঠছে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা।   সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২ জানুয়ারি) মেলায় ভিসতা ইলেক্ট্রনিক্স লিমিটেডের প্যাভিলিয়নে ছিল উপচেপড়া ভিড়। বিক্রয়কর্মীরা জানালেন, বিক্রিও হয়েছে ভালো।  ক্রেতা-দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ ছিলেন  ভিসতা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এদিন তিনি ভিসতা প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

এই সময় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বাংলাদেশে বহু ব্র্যান্ডের পণ্য আছে। কিন্তু মনে রাখতে হবে, কোয়ালিটির দিক দিয়ে নাম্বার ওয়ান হলো ভিসতা। ভিসতা কর্তৃপক্ষ বাংলাদেশেই তৈরি করছে বিশ্বের সেরা মানের পণ্য। আমরা দুই-এক বছরের জন্য নয়, বরং যুগের পর যুগ কোয়ালিটি দিয়ে টিকে থাকতে চাই। শীর্ষে যেতে চাই।’

ক্রেতা ও ভক্তদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিম্নমানের ইলেকট্রনিক্স পণ্য কিনে আর ঠকবেন না। আপনার কষ্টের টাকায় মানসম্মত পণ্য কিনুন, ভিসতা পণ্য কিনুন।’ 


ভিসতার হেড অব সেলস তানভীর রেজা জিহাদ বলেন, ‘মেলায় ৩২ ইঞ্চির পাশাপাশি ৮৬ ইঞ্চি ভিসতা অ্যান্ড্রয়েড টেলিভিশন রয়েছে।  যা বিক্রি করছি খুবই সাশ্রয়ী দামে। মানের দিক দিয়ে ভিসতা টিভি দেশসেরা।  কিন্তু দাম অন্যান্য টিভির তুলনায় খুব কম।’ তিনি আরও বলেন, ‘সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজ চারগুণ বেশি বিক্রি হয়েছে। এবারেই প্রথম আমরা ভিসতার ইনভার্টার নন ইনভার্টার এসি বিক্রি করবো স্বল্পমূল্যে। আমাদের আপকামিং পণ্যের মধ্যে রয়েছে ব্লেন্ডার, গ্রাইন্ডার, প্রজেক্টর। যেগুলো  শিগগিরই বাজারে নিয়ে আসবো। এছাড়া, এবারের বাণিজ্য মেলায় ভিসতা’র রাইস কুকার বিক্রি করছি। আমাদের প্যাভিলিয়নে থাকছে টাটা কোম্পানির ভোল্টাস এসি।’

জিহাদ আরও বলেন, ‘পূর্বাচলের এই এলাকাটি এখন ট্যুরিজম স্পট হয়েছে। এখানে মানুষ এখন আসতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এলাকার চেহারাই পাল্টে গেছে।  আশা করছি, আমরা যে টার্গেট নিয়ে বাণিজ্যমেলায় এসেছি, তা পূরণ করতে পারবো।’


ভিসতা ইলেক্ট্রনিকস মেলা উপলক্ষে ক্রেতাদের ২০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করছে বিভিন্ন সাইজের অ্যান্ড্রয়েড টিভি।  ভিসতা ইলেক্ট্রনিকস-এর বিক্রয়কর্মী ফারজানা শারমিন উর্মী ঢাকা বিজনেসকে বলেন, ‘মেলার শুরুর দিকে ঢিমেতালে চলেছে বেচাকেনা। তবে শুক্রবার থেকে ক্রেতাদের ভিড় বেড়েছে। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। ভিসতার টিভির চাহিদা যথেষ্ট রয়েছে। চাহিদা রয়েছে এসি, রাইস কুকার, গ্লাইন্ডারের। ক্রেতার সংখা যেভাবে বাড়ছে, আশা করছি ভালো ফল পাবো। আমরা ক্রেতাদের জন্য ২০ শতাংশ ডিসকাউন্টে টিভি সেল করছি। কখনো কখনো ২০ শতাংশের বেশি ডিসকাউন্ট দিয়েও আমরা টিভি সেল করছি। আমাদের টিভি ব্যবহার করে ক্রেতারা অনেক আরাম পাবে।’

উল্লেখ্য, এবারের ২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা পুর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তৃতীয়বারের মতো শুরু হয়েছে।  



আরো পড়ুন