২৬ জুন ২০২৪, বুধবার



বাণিজ্যমেলা: অপেক্ষার প্রহর গুনছে ভিসতাসহ বিভিন্ন স্টল

মোহাম্মদ তারেকুজ্জামান || ২০ জানুয়ারী, ২০২৪, ০৮:০১ পিএম
বাণিজ্যমেলা: অপেক্ষার প্রহর গুনছে ভিসতাসহ বিভিন্ন স্টল


রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রোববার (২১ জানুয়ারি) শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলায় অংশ নিচ্ছে ভিসতা ইলেক্ট্রনিক্স লিমিটেডসহ শতাধিক ব্র্যান্ড। 

সরেজমিন ঘুরে জানা গেছে, অধিকাংশ স্টল, প্যাভিলিয়নের কাজ শেষ পর্যায়ে। চলছে শেষ সময়ের ঘষামাজা।

মেলায় অংশ নেওয়া ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের হেড অব সেলস তানভীর রেজা জিহাদ ঢাকা বিজনেসকে বলেন, ‘মেলায় ৩২ ইঞ্চির পাশাপাশি ৮৬ ইঞ্চি ভিসতা এন্ড্রয়েড টেলিভিশন থাকছে। যা বিক্রি করবো খুবই সাশ্রয়ী দামে। মানের দিক দিয়ে ভিসতা টিভি দেশসেরা।  কিন্তু দাম অন্যান্য টিভির তুলনায় খুব কম। গতবারের তুলনায় এবার আমরা চারগুণ বেশি ক্রেতা আশা করছি। এবারেই প্রথম আমরা ভিসতার ইনভা,র্টার নন ইনভাটার এসি বিক্রি করবো স্বল্পমূল্যে। আমাদের আপকামিং পণ্যের মধ্যে রয়েছে ব্লেন্ডার, গ্রাইন্ডার, প্রজেক্টর। যেগুলো  শিগগিরই বাজারে নিয়ে আসবো। এছাড়া, এবারের বাণিজ্য মেলায় ভিসতা’র রাইস কুকার বিক্রি করছি। আমাদের প্যাভিলিয়নে থাকছে টাটা কোম্পানির ভোল্টাস এসিও।’


জিহাদ আরও বলেন, ‘পূর্বাচলের এই এলাকাটি এখন ট্যুরিজম স্পট হয়েছে। এখানে মানুষ এখন আসতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এলাকার চেহারাই পাল্টে গেছে।  আশা করছি, আমরা যে টার্গেট নিয়ে বাণিজ্যমেলায় এসেছি, তা পূরণ করতে পারবো।’

সেলাস গ্যাস স্টোভ-এর এরিয়া ম্যানেজার মো. আরিফ হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘গতবার আমরা হল ভিত্তিক ক্যাটাগরিতে প্রথম হয়েছিলাম। আশা করছি, এবারও হবো। ক্রেতাদের চাহিদামতো পর্যাপ্ত পণ্য আমাদের রয়েছে। বাইরে আমরা যে দামে পণ্য বিক্রি করি, সেই দামে মেলাতেও দেওয়া হবে। আমাদের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু আমাদের স্টলের ফিনিশিংয়ের কাজ চলছে।’

সায়মা স্টোরের বিক্রয়কর্মী মহসিন বলেন, ‘গতবার মেলায় আসার রাস্তা ভালো ছিলো না। তারপরেও আশানুরূপ সাড়া পেয়েছিলাম। এবার রাস্তা অনেক সুন্দর হয়েছে। গতবারের তুলনায় এবার আরও ভালো সাড়া পাবো। আমাদের এখানে বিভিন্ন ধরনের চামচ, হাঁড়ি, পাতিলসহ রান্না করার যাবতীয় পণ্য পাওয়া যাবে।’




আরো পড়ুন