২৯ জুন ২০২৪, শনিবার



পেকুয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার করেসপন্ডেন্ট || ২৬ জুলাই, ২০২৩, ১০:০৭ এএম
পেকুয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু


কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বারবাকিয়া ইউনিয়নের তলিম্মার খোলা এলাকায় এই ঘটনা ঘটে।  পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য  এই তথ্য নিশ্চিত করেন। 

মৃত জাফল আলমের সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাগানের কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন জাফর। পথিমধ্যে হাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন তিনি। একপর্যায়ে হাতিটি জাফরের বুকে প্রচণ্ডভাবে আঘাত করে।  হাতি চলে যাওয়ার পর অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। 

পুলিশ পরিদর্শক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা বিজনেস/আনাম/এনই



আরো পড়ুন