১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে বেড়েছে সরিষা চাষ

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৫ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ এএম
হিলিতে বেড়েছে সরিষা চাষ


স্বল্পপুঁজি ও অল্প সময়ে উৎপাদন হওয়ায় দিনাজপুরের হিলিতে বেড়েছে সরিষার চাষ।  আমন ধানের পর অনাবাদী জমি ফেলে না রেখে একই জমিতে সরিষা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকেরা। সরিষা চাষে  কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া হচ্ছে বিনামূল্যে সার ও বীজ। রোববার ( ২৪ ডিসেম্বর) স্থানীয় সরিষা চাষি ও কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে। 

ছোট ডাঙ্গাপাড়া গ্রামের সরিষা চাষি আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে ভোজ্য তেলের চাহিদার তুলনায় উৎপাদন কম। এসব ভোজ্য তেলে আমদানি করতে হয় বেশি ভাগ বাহির দেশের থেকে। বাহির থেকে আমদানিকৃত তেলের মূল্য বৃদ্ধি দিন দিন বেড়ে চলছে। তাই নিজের প্রয়োজনে আমন ধান কাটার পর নিজের ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। যা দিয়ে নিজের চাহিদা মিটিয়ে বিক্রি করা যাবে।’ 

ছাতনী গ্রামের সরিষা চাষি মো. মুসা মিয়া বলেন, ‘আমি নিজের পরিবারের জন্য ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ১ বিঘা জমিতে সরিষা চাষ করতে খচর হবে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। প্রতি বিঘায় সরিষা উৎপাদন হবে থাকে ৬ থেকে ৭ মণ। আবহাওয়া ভালো থাকলে আর ভালো ফলন হবে।’

মুসা মিয়া আরও বলেন, ‘গত বছরও ভালো উৎপাদন হয়েছে। তাই আমার মতো অনেক কৃষকেরাই সরিষা চাষে ঝুঁকছেন।’

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম ঢাকা বিজনেসকে বলেন, ‘কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। এছাড়াও অন্য ফসলের তুলনায় স্বল্প সময়ে লাভজনক হওয়ায় কৃষকেরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। এই উপজেলায় মোট ৩ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে।’

হাকিমপুর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলায় ২৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রা চেয়ে  ৮০ হেক্টর জমিতে বেশি । 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন