২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



হিলিতে বেড়েছে দিয়াশলাইয়ের দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৭ মে, ২০২৩, ১১:৩৫ এএম
হিলিতে বেড়েছে দিয়াশলাইয়ের দাম


হিলিতে এবার দাম বেড়েছে দিয়াশলাইয়ের।  ২ টাকার দামের দিয়াশলাই বিক্রি হচ্ছে ৩ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, দিয়াশলাই তৈরির কাঁচামালের দাম বেড়ে গেছে। তাই  কোম্পানিগুলো দেয়াশলাইয়ের দামও বাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে আগে ১ টাকা দামের দিয়াশলাইও আর বাজারে পাওয়ার যাবে না।  শনিবার ( ২৭ মে) পাইকারি ক্রেতা, খুচরা বিক্রেতা ও সরবরাহকারীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

হিলি মাদ্রাসা গেটে দিয়াশলাই কিনতে আসা মো. হাসানুর রশিদ বলেন, ‘২ টাকা দিয়ে একটি দিয়াশলাই  চাইলাম। দোকানদার বলেন, এখন আর ২ টাকা দামের দিয়াশলাই নেই। প্রতিটি দিয়াশালাইয়ে দাম ৩ টাকা হয়ে গেছে।’ 

দোকানদার মো. রুহুল আমীন বলেন, ‘আগে ১ টাকা ও ২ টাকা দামের দিয়াশলাই  ছিল। গত সপ্তাহ শনিবার ( ২০ মে) থেকে কোম্পানিগুলো ১ টাকা দামের দিয়াশলায় সরবরাহ করছে না। আর ২ টাকা দামের দিয়াশলাইয়ের দামও বাড়িয়ে দিয়েছে প্রতি ডজনে ( ১২টি)  ১০ টাকা করে। আগে প্রতি ডজন কিনতাম ২০ টাকায়। এখন কিনতে হচ্ছে ৩০ টাকায়।’তিনি আরও বলেন, ‘ডজন ৩০ টাকা দাম হলে প্রতিটি দিয়াশলাইয়ের দাম পড়ছে ২ টাকা ৫০ পয়সা। তাই আমরা ৩ টাকা করে বিক্রি করছি।’ 

নাম প্রকাশ না করার শর্তে একটি কোম্পানির সেলসম্যান ঢাকা বিজনেসকে বলেন, ‘দিয়াশলাই  তৈরির কাঁচামালের দাম বেড়ে গেছে। তাই কোম্পানিগুলো ১ টাকা দামের  দিয়াশলাই তৈরি বন্ধ করে দিয়েছে। আমি সেলসম্যান হিসেবে কাজ করি। কোম্পানি যে রেট বেঁধে দেয়, সেই রেটেই বিক্রি করি।’ তবে তিনি আরও বলেন, ‘দিয়াালাইয়ের দাম বাড়লেও আমাদের কমিশন কিন্তু বাড়েনি। আমার কোম্পানি ডজন প্রতি আগে যে কমিশন দিতো, এখনো সেই কমিশনই দিচ্ছে। ভবিষ্যতে  হয়তো বাড়াতে পারে।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন