২৬ জুন ২০২৪, বুধবার



বিশেষ প্রতিবেদন
প্রিন্ট

কেন পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে খাদ্য-আইটি খাত

মোহাম্মদ তারেকুজ্জামান || ২৮ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
কেন  পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে খাদ্য-আইটি খাত


যতই দিন যাচ্ছে, আইটি ও খাদ্যপণ্যের কদর বাড়ছে।  ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরাও এই দুই খাতের দিকে আগ্রহী হয়ে উঠছেন। তারা বলছেন, বর্তমানে আইটি ও খাদ্য সেক্টর ছাড়া পুরো বিশ্বই অচল। এরই অংশ হিসেবে দেশের পুঁজিবাজারে বিদায়ী ( ১৭-২৩ মার্চ) সপ্তাহে আইটি ও খাদ্য খাত লেনদেনের শীর্ষে ছিল।  

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দেশের পুঁজিবাজারে আইটি খাতে মোট ১১ কোম্পানি রয়েছে। আর খাদ্য খাতে  রয়েছে ২১ কোম্পানি। 

সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানি ফ্লোর প্রাইসে আটকে আছে। কোম্পানিগুলোর ট্রেড হচ্ছে না। ফলে বাজারে সিকিউরিটিজের সংখ্যা কমে গেছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা কারনে আইটি খাতের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বর্তমান প্রেক্ষাপটে আইটি ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। আর বরাবরই খাদ্যের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। এসব কারণে এই দুই খাতে বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগ করছেন। এই দুই খাত ছাড়া অন্যান্য খাতে বিনিয়োগে ঝুঁকির পরিমাণ বেশি। তাই আইটি ও খাদ্য খাত লেনদেনের শীর্ষে থাকছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল আইটি ও খাদ্য খাত।  ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ করে অবদান রেখেছে এই দুই খাত।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ঢাকা বিজনেসকে বলেন, ‘পুরো পৃথিবী আইটির ওপর চলছে। পাশাপাশি খাদ্য ছাড়া মানুষের জীবন অচল। ফলে এই দুই খাতে বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা কম থাকে। বিনিয়োগকারীরা অনেকটা নিশ্চিন্তে বিনিয়োগ করেন। ফলে লেনদেনের শীর্ষেও থাকছে এই দুই খাত।’

সংশ্লিষ্টরা বলেন, অনেক দিন ধরেই  পুঁজিবাজারের পরিস্থিতি ভালো না। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। যুদ্ধ পরিস্থিতিতে সাধারণত আইটি ও ফার্মাসিউটিক্যালস খাত ভালো থাকে। বিগত দিনে ফার্মাসিউটিক্যালস খাত লেনদেনের শীর্ষে ছিল। তবে  গত সপ্তাহে আইটির সঙ্গে খাদ্য খাত শীর্ষে চলে এসেছে।

আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর সচিব মো. মোস্তাক আহমেদ বলেন, ‘শুধু গত সপ্তাহেই নয়, বরাবরই আইটি সেক্টর ভালো করছে। এই খাতে কাজ করার অনেক সুযোগ আছে। তাছাড়া গত সপ্তাহে এই খাতে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন (পিএসআই) থাকতে পারে। যে কারণে লেনদেনের শীর্ষে ছিল।’

খাদ্য খাতের কোম্পানি অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের সচিব অ্যাডভোকেট কাজি আব্দুর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘অন্য খাতের তুলনায় খাদ্য খাতে বিনিয়োগে বিনিয়োগকারীরা অ্যাভেইলেবল প্রডাক্ট পাচ্ছেন। তাছাড়া অন্যান্য সেক্টর এলসি সংকটে ভুগছে। ফলে স্বাভাবিকভাবেই সেসব খাতে বিনিয়োগে নিরুৎসাহিত হলেও খাদ্য খাতে উৎসাহিত হচ্ছেন বিনিয়োগকারীরা।  লেনদেনেও শীর্ষে থাকছে এই খাত।’

ডিএসই’র পরিচালক শাকিল রিজভি ঢাকা বিজনেসকে বলেন, ‘বর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আইটেমের সংখ্যা খুব কম। তাই এই দুই খাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন। ফলে লেনদেনের শীর্ষে থাকছে এই দুই খাত।’

সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক ঢাকা বিজনেসকে বলেন, ‘আসলে কেন এই দুই খাত লেনদেনের শীর্ষে ছিল, তা বলতে পারবো না। কারণ আমি বিশেষ কোনো কারণ দেখছি না।’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা বিজনেসকে বলেন, ‘খাদ্য ও আইটি খাত গত সপ্তাহে কেন লেনদেনের শীর্ষে ছিল, তা বলতে পারবো না। কারণ বিনিয়োগকারীরা কখন কোন সেক্টরে বিনিয়োগ করবে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের নির্দিষ্ট কোনো রিসার্চ নেই। সাধারণ বিনিয়োগকারীরা নিজস্ব অ্যানালাইসিসের বেসিসে বিনিয়োগ করেন। বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করছেন, সেটা দেখা নিয়ন্ত্রক সংস্থার কাজ নয়। তবে বিনিয়োগে কোনো অসাধু উপায় অবলম্বন করা হচ্ছে কি না, আমরা সেটা দেখি।’



আরো পড়ুন