১৭ জুন ২০২৪, সোমবার



ঘূর্ণিঝড় মিধিলি: বাগেরহাটে ৭ নম্বর বিপদ সংকেত

বাগেরহাট করেসপন্ডেন্ট || ১৭ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম
ঘূর্ণিঝড় মিধিলি: বাগেরহাটে ৭ নম্বর বিপদ সংকেত


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে ভোর রাত থেকে ভারী বর্ষণে শুরু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) ১২টা পর্যন্ত জেলায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গভীর নিম্নচাপে বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলাবন্দরে অবস্থান নেওয়া জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অগ্রসর ও ঘনীভূত হয়েছে। গভীর নিম্নচাপটি সকাল ১০টার সমীক্ষা অনুযায়ী মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। যার ফলে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

মোংলাবন্দরে পণ্য খালাস ও বোঝাই বন্ধ থাকার কথা নিশ্চিত করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের কন্ট্রোল রুম জানায়, আবহাওয়া অধিদপ্তরের সংকেত বাড়ানো ও পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া  হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত বন্দরে ১৩টি বাণিজ্যিক জাহাজ  অবস্থান করছিল । সবগুলোর জাহাজের কার্যক্রম বন্ধ রয়েছে বলেও জানায় করে মোংলাবন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের কন্ট্রোল রুম।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় জুম লিঙ্কের মাধ্যমে বাগেরহাট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

পাশাপাশি ১৯২০জন সিপিপি, ৩২৫ জন রেড ক্রিসেন্ট সদস্য সহ, রোভার, স্কাউট, স্বেচ্ছাসেবক, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য, জিএম, পল্লী বিদ্যুৎ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আইন শৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাসহ ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রাথমিকভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংকেত ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাগেরহাটে ৩৫৯টি সাইক্লোন সেন্টার ও প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ ভবন প্রস্তুত রাখা হয়েছে। এ ছড়াও জেলায় ত্রাণ বাবদ ৬ লাখ ৫০,০০০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লক্ষ টাকা মজুদ আছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন