জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে বিভিন্ন গণকবর থেকে ৫০ জন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করেছে। দেশটিতে একের পর এক হামলার ঘটনায় সশস্ত্র বিভিন্ন গ্রুপকে দায়ী করার পর এসব লাশ উদ্ধার করা হলো। ফরাসি বার্তাসংস্থা এএফপি’র এই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন কোডাকো জঙ্গিদের ভয়াবহ হামলার পর ইতুরি প্রদেশে টহল দেওয়ার সময় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা এসব লাশের সন্ধান পায়। এরপর তারা এসব লাশ উদ্ধার করে।
জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘সেখানে দায়িত্ব পালন করা আমাদের সহকর্মীরা জানান, নিয়ামাম্বা গ্রামে বিভিন্ন গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবর থেকে ৪২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২ নারী ও ছয় শিশু রয়েছে।’
ফারহান হক আরও বলেন, ‘এমবোগি গ্রামের আরেকটি গণকবর থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।’
ঢাকা বিজনেস/এনই