ঢাকা থেকে চট্টগ্রাম আসা সোনার বাংলা ট্রেন পুলিশভ্যানকে ধাক্কা দিলে ৩ পুলিশ সদস্য নিহত হন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেললাইন সংলগ্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ফৌজদারহাট রেললাইনের লেভেল ক্রসিং-৮-এ এই দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, পুলিশ ভ্যানে ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১ পুলিশ সদস্য নিহত হন। এছাড়া আহত ২ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিক্যাল নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। এর বাইরে আহত ২ পুলিশ সদস্যসহ দুজনকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
তিন লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের ওই পিকআপ ভ্যানে মোট ৬ জন ছিলেন। নিহতরা হলেন, মিজান, হোসেন, ইসকান্দর। নিহত সবাই পুলিশ কনস্টেবল।
স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট নামক রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এছাড়া, গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ এম এ হাসান চৌধুরী দুর্ঘটনা বিষয়ে জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী দ্রুতগামী আন্তঃনগর ট্রেন সোনারবাংলা চট্টগ্রামের আসার পথে এই দূর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধরা হয়েছে, ক্রসিংয়ে বেরিয়ার থাকার পরও গেটম্যান গেট না ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা বিজনেস/এন/এনই