১৮ মে ২০২৪, শনিবার



শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টাইগারদের

ক্রীড়া ডেস্ক || ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টাইগারদের


বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের জবাবে ৩ ফিফটিতে খুব সহজেই জয় তুলে নেয় টাইগাররা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

লক্ষ্য পূরণে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম ১৩১ রান করে। পার্টনারশিপ করে ৬১ রানে ফেরেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন তানজিদ হাসান। কিন্তু দলীয় ১৮৩ রানে ১০ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে। 

এরপর ক্রিজে এসে রানের দেখা পাননি তাওহীদ হৃদয়। তবে, এরপর আর কোনো উইকেট পড়েনি টাইগারদের। মিয়াজের ৬৬ এবং মুশফিকের ৩৩ রানে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার শেখ মাহেদি হাসান। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন