২৮ জুন ২০২৪, শুক্রবার



অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ২১ জুন, ২০২৩, ১১:০৬ পিএম
অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা হয়েছে: প্রধানমন্ত্রী


রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ থেকে নির্বাচিত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘সরকার রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যতে দেশের রিজার্ভকে একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২.৯৪ বিলিয়ন মার্কিন ডলার।’

সংসদ নেতা বলেন, ‘মূল্যস্ফীতির চাপ এবং কোভিড-পরবর্তী চাহিদা বৃদ্ধির কারণে ২০২১-২০২২ অর্থবছরে আমদানি বেড়েছে, যা বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের ওপর কিছুটা চাপ সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২২ সালের আগস্টে সর্বকালের সর্বোচ্চ ৪৮.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল, তবে পরবর্তীতে এই চাপ সামলাতে গিয়ে এটি হ্রাস পেতে শুরু করে।’

শেখ হাসিনা বলেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার শুরু করলে রিজার্ভের ক্রমহ্রাসমান হার বেড়ে যায়।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন