১৬ জুন ২০২৪, রবিবার



ভিসতা ক্রিকেটে করটিয়া একাদশের জয়

ক্রীড়া ডেস্ক || ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ এএম
ভিসতা ক্রিকেটে করটিয়া একাদশের জয়


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিখ্যাত পাথরাইল মাঠে চলছে ভিসতা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৩) ম্যাচে জয় পেয়েছে করটিয়া ক্রিকেট একাদশ। 

পাথরাইল বীনা পাণি কিশোর সমিতি আয়োজিত ১৬ দলের টুর্নামেন্টটি শুরু হয় গত শুক্রবার। 

বৃহস্পতিবারের ম্যাচে টস জিতে করটিয়া ক্রিকেট একাদশের অধিনায়ক পল্লী মঙ্গল সমিতি, গজিয়াবাড়িকে ব্যাটিংয়ে পাঠায়। সময় স্বল্পতার কারণে খেলা প্রতি ইনিংস থেকে ৪ ওভার কমানো হয়। নির্ধারিত হয় ১৬ ওভার। এদিকে ১৩ ওভার ৩ বল খেলে সব উইকেট হারিয়ে গজিয়াবাড়ি সংগ্রহ করে ৭৭ রান। 

জবাবে ৭ ওভার ২ বল হাতে রেখে, ৮ ওভার ৪ বল খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রতিপক্ষ করটিয়া ক্রিকেট একাদশ। তারা ৮০ রান করে মাত্র ৪ উইকেট হারিয়ে।

ব্যাট হাতে ২৩ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন করটিয়া ক্রিকেট একাদশের ছাব্বির। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন