১৮ মে ২০২৪, শনিবার



সাকিবের আগুনে পুড়লো লঙ্কানরা

ক্রীড়া ডেস্ক || ০৬ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
সাকিবের আগুনে পুড়লো লঙ্কানরা


ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৯ রানের সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এ জয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে টিকে থাকলো সাকিব আল হাসানের দল।

রান তাড়ায় টাইগারদের হয়ে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। মধুশঙ্কার বলে সাজঘরে ফেরেন তামিম। আউট হওয়ার আগে করেন ৯ রান।

তামিমের বিদায়ের পর ক্রিজে থিতু হতে পারেননি লিটন।  ম্যাচের সপ্তম ওভারে মধুশঙ্কার গতিতে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। তাকে নিয়ে বড় জুটি গড়েস শান্ত। ইতোমধ্যে ক্যারিয়ারের সপ্তম ফিফটির দেখা পান শান্ত। এর কিছু পরে সাকিবও তুলেনেন ফিফটি। এই জুটিতে আসে ১৬৯ রান। ফলে জয় অনেকটা নিশ্চিত হয় টাইগারদের।

তবে ম্যাথিউজের বলে ৮২ রানে থোমকে যান টাইগার অধিনায়ক। আর সেঞ্চুরির পথে থাকা শান্তও নার্ভাস নাইন্টিতে ম্যাথিউজের শিকার হয়ে ফিরেছেন। 

এরপর উইকেটে এসে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। এরপরেই ড্রেসিংরুমের পথ ধরেন রিয়াদও। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মেহেদী মিরাজ।

শেষ মুহূর্তে তানজিম সাকিবকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাওহীদ হৃদয়। এতে বড় ব্যবধানে জয় পেলো বাংলাদেশ। বেঁচে রইলো চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার আশা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন