চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে টস হেরে ব্যাটিং করতে নেমে দ্রুত টপ অর্ডরারে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ২৬ ওভার শেষে ৪ উইকেটে ১২৯ রান। ক্রিজে মারনাস লাবুশেন ৬৪ বলে ৫১ ও ক্যামেরন গ্রিন ৯ বলে ১ রানে ব্যাট করছেন।
আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আগে ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়া। ব্যাট হাতে দুই ওপেনারের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ট্রেভিস হেড ১১ ও ১৫ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার।
এরপর ক্রিজের এক প্রান্ত আগলে রাখেন মারনাস লাবুশেন। ইতোমধে তিনি পূর্ন করেন হাফসেঞ্চুরি। তাকে সঙ্গ দিতে থাকা স্টিভেন স্মিথ ফেরেনে হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে। আদিল রশিদের বলে ৪৪ রান করে আউট হন তিনি। স্মিথের আউটের পর ক্রিজে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন জশ ইংলিস। আউট হওয়ার আগে করেন ৩ রান। এতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
ঢাকা বিজনে/এমএ/