১৮ মে ২০২৪, শনিবার



৪০০ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || ২৫ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
৪০০ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া


ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার (২৫ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ৩৯৯ রান। ফলে নেদারল্যান্ডসের জয়ের জন্য প্রয়োজন ৪০০ রান। 

অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধন নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। বড় শর্ট খেলতে গিয়ে দলীয় ৩.৫ ওভারে ভুল করে বসেন মার্শ। লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ তুলে ১৫ বলে ৯ রান করে সাজঘরে ফিরেন তিনি।  শুরুতেই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। 

এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ। তিনি সঙ্গ দেন ডেভিড ওয়ার্নারের। দুইজনের মিলে সাবধানী ব্যাটিংয়ে অর্ধশত রানের জুটিতে দলীয় শতক পার করে অস্ট্রেলিয়া। এরপর দেখে-শুনে খেলে ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। 

ওয়ার্নারে ফিফটির কিছুক্ষণ পরে ক্যারিয়ারে ৩১তম অর্ধশতক পূর্ণ করেন স্টিভেন স্মিথও। ফিফটির করার কিছুক্ষণ পরেই ভুল করেন তিনি। দলীয় ২৩.৩ ওভারের আরিয়ান দত্তের বলে ফন ডার মারউইয়ে হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন স্মিথ। এসময় তিনি করেন ৬৮ বলে করেন ৭১ রান।

স্মিথ আউট হওয়ার পর মাঠে নামা মার্নাস লাবুশেনও দেখে শুনে খেলতে থাকেন। তাকে ভালো সঙ্গ দেন ওপেনিং নামা ওয়ার্নার।দলীয় ৩৪.৪ ওভারের বাস ডি লিডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পথে লাবুশেন খরচ করেন ৪১ বল।

ফিফটির পর স্মিথের মতো পিচে থিতু হতে পারেননি লাবুশেন। দলীয় ৩৬.১ ওভারের ঘটে বিপত্তি। বাস ডি লিডের বলে আরিয়ান দত্তের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন তিনি। তাতে ভেঙে যায় ৭৬ বলে ৮৪ রানের জুটি। 

লাবুশেন আউট হওয়ার পর মাঠা নামা জশ ইংলিসও বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি। ১৪ বলে ১২ রান করে বাস ডি লিড বলে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরেন জশ। এর পর ডাচ বোলারদের ওপর তাণ্ডব চালান ম্যাক্সওয়েল। তার বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩৯৯ রানে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন