১৮ মে ২০২৪, শনিবার



ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিলো প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক || ২১ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিলো প্রোটিয়ারা


ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে  ইংল্যান্ডের  বিপক্ষে মাঠে নেমেছে  দক্ষিণ আফ্রিকার। যেখানে হেনরিখ ক্লাসেনের শতক ও মার্কো ইয়ানসেনের ঝড়ো ইনিংসে  ইংলিশদের ৪০০ রানের বড় টার্গেট দিলো প্রোটিয়ারা। শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে প্রোটিয়ারা। বিশ্বকাপ ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের।

ম্যাচের প্রথম ওভারেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। রিস টপলির বলে জস বাটলারের তালুবন্দী হন ডি কক। ২ বলে ৪ রানে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসেন রাসি ফন ডার ডুসেন। পরে মাঠের চারপাশ থেকে রান তুলে ফিফটি পূর্ণ করে তিনি। একই ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধ শতক তুলে নেন হেনড্রিকস।

অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি ডুসেন। আদিল রশিদের বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ৬০ রান করেন এ ব্যাটার। পরে বাইশ গজে আসেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু ফিফটির আক্ষেপ নিয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে  করেন ৪২ ।

এরপর শেষ ১০ ওভারে জুটি গড়েন হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন। ৬১ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এর পরেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত থাকেন মার্কো জানসেন। 

এদিন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিস টপলি।  

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন