০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



বাংলাদেশ যেন কখনোই রাজাকারদের আস্তানায় পরিণত না হয়: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৩২ এএম
বাংলাদেশ যেন কখনোই রাজাকারদের আস্তানায় পরিণত না হয়: প্রধানমন্ত্রী


 বাংলাদেশকে আবার স্বাধীনতাবিরোধীদের দেশে যেন কেউ পরিণত করতে না পারে সে জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই এই অগ্রগতি অব্যাহত থাকবে।  বাংলাদেশকে কেউ যেন রাজাকারের দেশে পরিণত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন।’ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে হোটেল বার্গারহাউস গার্চিংয়ে প্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় তিনি এই আহ্বান জানান। 

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের ও অসাম্প্রদায়িক চেতনায় আমরা জাতির পিতার বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট সোনার বাংলাদেশে রূপান্তরিত করবো।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ফল সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।  একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় বৃথা যেতে দেবো না। আমি কখনোই ভাবি না আমার কী দরকার, বরং আমি ভাবি যে আমি দেশ এবং  জনগণের উন্নতির জন্য কী করতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সন্তানরাও জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছে।’

আাওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের মানুষ মাতৃভাষা বাংলা ও দেশের স্বাধীনতাসহ সব কিছু পেয়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমার সবচেয়ে বড় শক্তি। আমাদের দল ক্ষমতায় থাকায় আমরা কোভিড-১৯ মহামারীর মতো বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করতে পেরেছি।’

জনগণের জন্য কিছু করার চেষ্টা করেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যখনই সুযোগ পাই জনগণের কল্যাণে কাজ করি।’ তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে কারণ তারা প্রয়োজনে দলকে সবসময় পাশে পায়।’ 



আরো পড়ুন