০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



অর্থনীতি
প্রিন্ট

রোজায় পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি

স্টাফ রিপোর্টার || ২০ মার্চ, ২০২৩, ০৯:৩৩ এএম
রোজায় পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি


রোজায় পুঁজিবাজারে নতুন সময়সূচি অনুসারে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই সময়সূচি নির্ধারণ করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

 নতুন সূচি অনুযায়ী, রোজার মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর তা বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। 

সূত্রটি জানায়, সোমবার (২০ মার্চ) নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডি বরাবর পাঠানো হয়েছে।

প্রথম রোজা থেকে সকাল ১০টা থেকে শেষ দশ মিনিটের পোস্ট ক্লোজিং সেশনসহ দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।

তবে রোজার পরে আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। যা শেষ হবে দুপুর আড়াইটায়।

ঢাকা বিজনেস/তারেক/এনই



আরো পড়ুন