২৬ জুন ২০২৪, বুধবার



জাবির মুক্তমঞ্চে গাইলেন অঞ্জন দত্ত

জাবি সংবাদদাতা || ০৪ মার্চ, ২০২৩, ০৫:৩৩ পিএম
জাবির মুক্তমঞ্চে গাইলেন অঞ্জন দত্ত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩১তম ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে হাজারো দর্শককে গানের সুরে মাতালেন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী অঞ্জন দত্ত। শুক্রবার (৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে 'বেলা বোস', 'রঞ্জনা', 'আমি বৃষ্টি দেখেছি', 'ম্যারী এ্যান', 'তুমি না থাকলে' সহ একাধিক গান পরিবেশন করেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের নন্দিত গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক অঞ্জন দত্তের গান সরাসরি শুনতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

গান পরিবেশনের পূর্বে দর্শকদের উদ্দেশ্যে অঞ্জন দত্ত বলেন, ‘১৯৯৭ সালে বাংলাদেশে প্রথম এসেছিলাম। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম এসেছি। বাংলাদেশে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। এপার বাংলার লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছে আমার। যাদেরকে আমি ভীষণ ভালোবাসি এবং স্মরণ করি। আমি এসব মানুষের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি।'

তিনি আরো বলেন, 'বেলাবোস নিয়ে পড়ে থেকে লাভ নাই। এখন তিনি হয়তো মূখার্জি, খান অথবা চৌধুরী হয়ে গেছেন। এখন ল্যান্ডফোনের যুগটাও নেই হয়ে গেছে মোবাইলের যুগ। তবুও আপনারা বেলা বোস নিয়ে পড়ে আছেন?'

মুক্তমঞ্চে গান শুনতে আসা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সাবেক শিক্ষার্থী সোহেল পারভেজ বলেন, ‘অঞ্জন দত্তের জীবনমুখী গান শুনে খুব ভালো লাগছে। জাহাঙ্গীরনগরে এটা অঞ্জন দত্তের প্রথম কনসার্ট। ৩১ ব্যাচের সকলকে এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’

আরেক সাবেক শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান বলেন, ‘এত সামনে থেকে তার গান শুনতে পাবো, এটা আসলে চিন্তার বাইরে ছিলো। তিনি বাংলাদেশী না হলেও তিনি বাঙালি এবং এদেশের মানুষের প্রাণে মিশে আছেন।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক আলমগীর কবির, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ।

এর আগে, দিনব্যাপী নানা আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান পালন করেন ৩১তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। এর মধ্যে সকাল সাড়ে ৯ টায় র‌্যালি, সাড়ে ১০টায় স্মৃতিচারণ ও মিউজিক্যাল শো, বিকেল ৫ টায় মুক্তমঞ্চে বন্ধুদের আড্ডা ও স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঢাকা বিজনেস/ উজ্জল/এন/    



আরো পড়ুন