১৯ মে ২০২৪, রবিবার



পাকিস্তানকে ৩৪৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || ১০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
পাকিস্তানকে ৩৪৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা


পাকিস্তানের বোলারদের তুলোধুনো করে হায়দরাবাদে রান পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরির সঙ্গে পাথুম নিসাঙ্কার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের জিততে প্রয়োজন ৩৪৫ রান। এর আগে বিশ্বকাপ ইতিহাসে এতো বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই কারও।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলীয় ১.৪ ওভারে রানের খাতা খোলার আগে ফিরেন লংকান ব্যাটার কুশল পেরেরা। হাসান আলির বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে সাঝঘরে ফিরেন তিনি। এরপর মাঠে নামেন কুশল মেন্ডিস। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জ্বলে ওঠেন তিনি। পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি।

এরপর মাঠে নামেন চারিথ আসালঙ্কা। তিনিও বেশি রান করতে পারেননি। ব্যক্তিগত ১ রানে আউট হয়েছেন আসালঙ্কা। দলীয় ৩০.১ ওভারে আউট হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। অধিনায়ক দাসুন শানাকা শেষ দিকে ১২ রানের বেশি করতে পারেননি। শাহিন শাহ আফ্রিদির বলে বাবরে হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এদিকে ক্রিজের অন্যপ্রান্তে টিকে ছিলেন সাদিরা সামারাবিক্রমা। কুশল মেন্ডিসের শতকের পর তিনিও তুলে নেন ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চরি। এরপর দলীয় ৪৭ ওভারে হাসান আলির শেষ বলে  ১০৮ রান সাঝঘরে ফিরেন তিনি। শেষ দিকে লঙ্কান ব্যাটারদের মধ্যে কেউ আর দাঁড়াতে পারেননি।  ৩৪৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

পাকিস্তানের হয়ে এদিনে ৪ উইকেট নেন হাসান আলি। জোড়া উইকেট নেন হারিস রউফ। বাকি একটি করে উইকেট নেন শাহিন  শাহ আফ্রিদি ও শাদাব খান। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন