বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সংবলিত নতুন ১০০০ টাকার নোট এখন বাজারে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মতিঝিল অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই নোট ছাড়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক-সূত্র বলছে, কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও ইস্যু করা হবে নতুন ১০০০ টাকার নোট। ১০০০ টাকার নতুন নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা-বৈশিষ্ট্য আগের মতোই। কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন নোটের পাশাপাশি প্রচলিত ১০০০ টাকার অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।
ট্রাস্ট ব্যাংকের জুনিয়র অফিসার রাজিউর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন ১০০০ টাকার ৫টি বান্ডিল নিয়েছি। বেশ ভালো লাগছে নতুন গভর্নরের স্বাক্ষর করা নতুন নোট হাতে পেয়ে।’
বাংলাদেশ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) তাজুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা ১০০০ টাকার নতুন নোট হাতে পেয়েছি। আমরা ইতোমধ্যে বিভিন্ন ব্যাংক প্রতিনিধির কাছে নতুন নোট সরবরাহ করেছি।’ তিনি আরও বলেন, ‘ব্যাংক প্রতিনিধিসহ সবাইকে নতুন এই নোট দেওয়া হচ্ছে।’
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক ঢাকা বিজনেসকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ হলে তার স্বাক্ষর সংবলিত নতুন নোট ছাপাতে হয়। এটা একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া। যে-কারণে বর্তমান গভর্নরের স্বাক্ষর সংবলিত ১০০০ টাকার নতুন নোট ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু ভোল্টে নতুন নোটটি এসেছে।’
মেজবাউল হক আরও বলেন, ‘প্রতিনিয়ত টাকা নষ্ট হয়। প্রতিনিয়তই নতুন নোট ছাপাতে হয়। প্রতিদিন তিন শিফটে নতুন নোট ছাপানো হয়।’
ঢাকা বিজনেস/এনই/