০৪ মে ২০২৪, শনিবার



সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচনে ব্যালট ছিনতাই করেছেন বিএনপিপন্থীরা: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচনে ব্যালট ছিনতাই করেছেন বিএনপিপন্থীরা: তথ্যমন্ত্রী


সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচনে নিজেদের পরাজয়ের বিষয়টি বিএনপিপন্থীরা নিশ্চিত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি-পন্থীরা ব্যালট ছিনতাই করেছেন।’ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল সুপ্রিম কোর্টে বিএনপি দলীয় আইনজীবীরা এই যে ঘটনা ঘটিয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে, সুপ্রিম কোর্টের ইতিহাসে কালিমা লেপন করেছে।’ 

হাছান মাহমুদ বলেন, ‘আপনাদের মনে আছে, ইতোপূর্বে বিএনপির আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির দরজা লাথি মেরেছিলেন। গতকাল তারা ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করেছেন। তারা আসলে প্রতিষ্ঠানকেই ধ্বংস করতে চান। কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে, নিয়মতান্ত্রিকভাবে চলুক, সেটি তারা চান না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা জানেন যে, তারা ঢাকা বার নির্বাচনে হেরেছেন, সেখানে হারার পর তারা বুঝতে পেরেছেন, সুপ্রিম কোর্টেও তাদের হার নিশ্চিত। সে কারণে তারা প্রথমে ভোট বর্জনের নাটক করেন। পরে ব্যালট পেপার ছিনতাই করলেন। সুতরাং এভাবে তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চান। তারা আগামী নির্বাচনকেও বাধাগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তবে নির্বাচন কারও জন্য থেমে থাকবে না ২০১৪ সালের কারও জন্য থেমে থাকেনি। ২০১৮ সালের নির্বাচনও কারও জন্য থেমে থাকেনি। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে  কিংবা এই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে যে নির্বাচন হবে, সেই নির্বাচনও কারও জন্য থেমে থাকবে না।’

 ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন