২৬ জুন ২০২৪, বুধবার



আদর-ববির ‘খোয়াব’

বিনোদন ডেস্ক || ২৭ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম
আদর-ববির ‘খোয়াব’


চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করে যাচ্ছেন নিয়মিত। শাকিব খানের নায়িকা হয়ে যেমন হিট সিনেমা উপহার দিয়েছেন, তেমনি সময়ের অন্য নায়কদের সঙ্গেও তার কেমিস্ট্রি জমজমাট দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’।

এবার তাকে দেখা যাবে ‘ খোয়াব’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করছেন আবুল খায়ের চাঁদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ববি। তার বিপরীতে থাকছেন ‘লোকাল’ খ্যাত নায়ক আদর আজাদ। তিনি ছবিটিতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করবেন।

বুধবার (২৬ জুলাই) এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়। একটানা কাজ করে শেষ করা হবে এর চিত্রায়ণ।

এ প্রসঙ্গে পরিচালক আবুল খায়ের চাঁদ বলেন, 'খোয়াব অ্যানথ্রোপলজি সিনেমা। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা। এর মূল নাম ‘জীবন জুয়া’। খোয়াব পর্বে আদর-ববি অভিনয় করছেন। তারা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে। সিনেমাটি আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি, দর্শক নতুন কিছু পাবে।’

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে এসে নানা পরিবর্তন হয়। সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। নামের সঙ্গে চরিত্রের গভীর একটা সম্পর্ক আছে। সিনেমাটিতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। যে পরিবর্তন আগের সিনেমাগুলোয় ছিল না। আশা করছি, আমাদের জুটি দর্শক পছন্দ করবে।’

ববি বলেন, ‘নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করি।’

খোয়াব সিনেমাটিতে গল্পের হিরো চিত্রনায়ক সাঞ্জু জন। এতে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, বাপ্পি আশরাফ প্রমুখ।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন