১৮ মে ২০২৪, শনিবার



ইরান থেকে জব্দ গোলাবারুদ ইউক্রেনে পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || ০৫ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
ইরান থেকে জব্দ গোলাবারুদ ইউক্রেনে পাঠাল যুক্তরাষ্ট্র


ইরানের জাহাজ থেকে জব্দ ১১ লাখ রাউন্ড গোলাবারুদ ইউক্রেনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তার অংশ হিসেবে এসব অস্ত্র-গোলাবারুদ পাঠিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে জব্দ করা ইরানের ১০ লাখেরও বেশি রাউন্ড গোলাবারুদ যুক্তরাষ্ট্র ইউক্রেনে পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। 

বুধবার (৪ অক্টোবর) ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এসব গোলাবারুদ অতীতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্র জব্দ করেছিল। ইরান থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর অভিযোগে গত বছর একটি জাহাজ থেকে এসব গোলাবারুদ জব্দ করা হয়েছিল।

রাশিয়ার মিত্র ইরানের অস্ত্রই এখন রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহার করবে ইউক্রেনীয় বাহিনী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা কিয়েভকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। 

গত সোমবার ‘মার্কিন সরকার প্রায় ১১ লাখ রাউন্ড ৭.৬২এমএম গোলাবারুদ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে স্থানান্তর করেছে’ বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড  জানিয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন