২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

৭৩ কোটি টাকার লেনদেন ব্লকে

স্টাফ রিপোর্টার || ১৭ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
৭৩ কোটি টাকার লেনদেন ব্লকে


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৭ জুলাই) ব্লক মার্কেটে মোট ৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৯০ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ কোটি ৯১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরো জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৩২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ফরচুন ৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন ৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সি অ্যান্ড এ টেক্সটাইল ১ কোটি ৪৭ লাখ টাকা, জেমিনি সী ১ কোটি ৫২ লাখ টাকা, নাভানা ফার্মা ২ কোটি ৬২ লাখ টাকা, আরডি ফুড ১ কোটি ৭৮ লাখ টাকা, সী পার্ল বীচ ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন