২৬ জুন ২০২৪, বুধবার



এবার গুগলে চাকরি যাবে ১২ হাজার কর্মীর

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ জানুয়ারী, ২০২৩, ০২:৩১ এএম
এবার গুগলে চাকরি যাবে ১২ হাজার কর্মীর


এবার গুগলের নিয়ন্ত্রক কোম্পানি অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) গুগলের পক্ষ থেকে কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এর আগে, টুইটার, ফেসবুকের মতো কোম্পানি কর্মী ছাঁটাই শুরু করে। সর্বশেষ মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করে। এরপর গুগলও কর্মী ছাঁটাইয়ের পথে নামলো।

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেইল পাঠিয়ে দিয়েছে অ্যালফাবেট। যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের স্থানীয় কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে। তবে অন্য দেশের স্থানীয় নিয়োগ আইনের কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে।  

অ্যালফাবেট ইতোমধ্যে ছাঁটাই হওয়া মার্কিন কর্মীদের ই-মেইল করেছে। ই-মেইলে বলা হয়েছে, স্থানীয় কর্মসংস্থান আইন ও অন্যান্য কারণে বাকি দেশের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন