১৮ মে ২০২৪, শনিবার



মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ২৫ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশ


সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচামরার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমে গোল খেলেও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জামাল ভূঁইয়ারা।রোববার (২৫ জুন) ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে সাফে আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।  দীর্ঘ ২০ বছর পর মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাকিব। ম্যাচের ৪২ মিনিটে সোহেল রানা বক্সে তপুর উদ্দেশে ক্রস দেন। তপু হেডে ফাঁকায় দাঁড়ানো রাকিবের উদ্দেশে বল বাড়ান। রাকিব হেডে বল জালে পাঠালে সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

 দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দিয়েছেন তারিক কাজী। এরপর ম্যাচের শেষ মুহূর্তে মোরসালিনের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

ম্যাচে ৫০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২০বার আক্রমণ চালায় বাংলাদেশ, যেখানে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে মালদ্বীপ মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে।

নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে দুর্বল ভুটানকে সহজেই হারায় মালদ্বীপ। ফলে আজকের ম্যাচটা জামা ভূঁইয়াদের জন্য ছিল বাঁচা-মরার ম্যাচ। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিত লাল সবুজরা।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন