০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



জানা-অজানা
প্রিন্ট

‘আমন্ত্রণ’ কাকে বলে, ‘নিমন্ত্রণ’ কী?

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
‘আমন্ত্রণ’ কাকে বলে, ‘নিমন্ত্রণ’ কী?


নিমন্ত্রণ শব্দের আভিধানিক অর্থ দাওয়াত, ভোজনের আহ্বান, কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান বা আমন্ত্রণ।   অভিধানে নিমন্ত্রণ ও আমন্ত্রণ শব্দের অর্থগত কোনো পার্থক্য নেই। তবে প্রায়োগিক ক্ষেত্রে অনির্ধারিত কিছু সুক্ষ্ম পার্থক্য রয়েছে। 

কাউকে আমন্ত্রণ জানালে খাবার পরিবেশনে আপনি বাধ্য নন। আপ্যায়নের খাতিরে হয়তো চা-কফি পান করতে দিতে পারেন। কিন্তু, কাউকে নিমন্ত্রণ করলে আপনি খাবার পরিবেশনে বাধ্য। 

মোটকথা, যে সব দাওয়াত বা আহ্বানে আহ্বানকারীর পক্ষ থেকে ভারী খাবার অর্থাৎ ভুরিভোজের ব্যবস্থা থাকে,  কেবল তাকেই নিমন্ত্রণ বলে। আর যেখানে আহ্বানকারীর পক্ষ থেকে সাধারণত ভোজের ব্যবস্থা থাকে না বা মাঝে মাঝে থাকলেও তা ‘ভুরিভোজ’ নয়, তাকে আমন্ত্রণ বলে।

ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে ছোটখাটো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য বিশেষ উৎসবে অতিথি দাওয়াতের ক্ষেত্রে নিমন্ত্রণ শব্দটির ব্যবহার দেখা যায়। এ সব দাওয়াতে সাধারণত ভুরিভোজের ব্যবস্থা থাকে।

অন্যদিকে, বড় আকারের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াতের বেলায় আমন্ত্রণ শব্দটির ব্যবহার করা হয়। এসব অনুষ্ঠানে হালকা ভোজের ব্যবস্থা করা হয়। 

নিমন্ত্রণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, অতিথিরা সাধারণত বিভিন্ন রকমের উপহার সামগ্রী নিয়ে আসেন। কিন্তু, আমন্ত্রণের ক্ষেত্রে সাধারণত উপহার আনার রেওয়াজ নেই।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন