২৬ জুন ২০২৪, বুধবার



আফগানদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || ১৮ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
আফগানদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা


আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৮ জুন) বিসিবি ঘোষিত ১৫ জনের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন আফিফ হোসেন ও সাকিব আল হাসান।

আগামী মাসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে  দুই ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজে খেলতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ জুলাই ।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড :

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন