১৫ মার্চ ২০২৫, শনিবার



ভিয়েতনাম ও ভারত থেকে আনা চাল খালাস শুরু

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ মার্চ, ২০২৫, ১১:০৩ এএম
ভিয়েতনাম ও ভারত থেকে আনা চাল খালাস শুরু


ভিয়েতনাম ও ভারত থেকে আমদানি করা চাল চট্টগ্রাম বন্দরে খালাস শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে চালের এ চালান খালাস শুরু করে খাদ্য বিভাগ।

এর আগে, বুধবার বিকালে ১৭ হাজার ৮০০ টন আতপ চালের চালান নিয়ে বন্দরের জেটিতে ভেড়ে জাহাজ ‘এমভি ট্রং অ্যান শিপ’। একই দিন ভারত থেকে ২১ হাজার ৮০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি রেক এলিট’ জাহাজটি বন্দরের সাইলো জেটিতে ভেড়ে।

এদিকে পাকিস্তান থেকে ২৪ হাজার টন (কম-বেশি) চাল নিয়ে পাকিস্তানি জাহাজ ‘এমভি মরিয়ম’ আগামী কয়েক দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

খাদ্য অধিদপ্তর জানায়, ভিয়েতনাম ও ভারত থেকে (গর্ভমেন্ট টু গর্ভমেন্ট) জিটুজি ভিত্তি কেনা আতপ চাল আমদানি হচ্ছে। দুটি দেশ থেকে চুক্তির আওতায় চালের চালান নিয়ে দুটি জাহাজ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এদিন খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমদানি করা চালের নমুনা সংগ্রহ করেন। তা ল্যাবে পরীক্ষাও করা হয়। পরীক্ষা করে চালের গুণগতমান ভালো ও খাওয়ার উপযোগী বলে প্রতিবেদন দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে এসব চাল খালাস শুরু হয়। আতপ চাল দেশের বিভিন্ন সেন্ট্রাল স্টোরেজ ডিপো-সিএসডি ও লোকাল স্টোরেজ ডিপো-এলএসডিতে পাঠানো হচ্ছে।

চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে জিটুজির ভিত্তিতে চাল আমদানি করে থাকে। অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি করে। প্রথম ধাপের চাল নিয়ে  গত ৫ মার্চ পাকিস্তানের কাসিম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ‘এমভি সিবি’।

সূত্র আরও জানায়, পাকিস্তান থেকে বেসরকারিভাবে চালসহ অন্যান্য পণ্য আমদানি হয়ে আসছে দীর্ঘ দিন থেকে; কিন্তু সরকারিভাবে ১৫ বছরের মধ্যে এই প্রথম কোনো চুক্তির আওতায় চাল আমদানি করা হচ্ছে। পাকিস্তানের বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। আগে পাকিস্তান থেকে পণ্য আমদানি হলেও তা তৃতীয় কোনো দেশ হয়ে আসত। এখন পাকিস্তানের বন্দরের সঙ্গে সরাসরি জাহাজ যোগাযোগ শুরু হয়েছে। পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চালের দ্বিতীয় চালান আগামী কয়েক দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে।

চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দফতরের সহকারী নিয়ন্ত্রক (সার্বিক) দেলোয়ার হোসেন মজুমদার যুগান্তরকে জানান, ভিয়েতনাম থেকে আমদানি করা আতপ চাল খালাস শুরু হয়েছে। এসব চাল দেশের বিভিন্ন সিএসডি ও এলএসডিতে পাঠানো হচ্ছে। পাকিস্তান থেকে চালের দ্বিতীয় চালান নিয়ে জাহাজ ‘এমভি মরিয়ম’ কয়েক দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।



আরো পড়ুন