১৮ মে ২০২৪, শনিবার



৭ মে শেখ হাসিনা দেশে না ফিরলে গণতন্ত্র ফিরতো না : তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৭ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
৭ মে  শেখ হাসিনা  দেশে না ফিরলে গণতন্ত্র ফিরতো না : তথ্যমন্ত্রী


বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ৭ মে’কে  তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ  দিন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ। তিনি বলেন,‘২০০৭ সালের ৭ মে শেখ হাসিনা যদি সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে, সব নিষেধাজ্ঞা অমান্য করে জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশে না আসলে  বাংলাদেশে গণতন্ত্রও ফিরতো না।’রোববার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলার স্থপতি’ শীর্ষক ৭ খণ্ড বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৮১ সালে ১৭ মে শেখ হাসিনা প্রথম আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাংলাদেশে পদার্পণ করেছিলেন। আজ ৭ মে তার বিদেশ থেকে দ্বিতীয় দফা প্রত্যাবর্তনের দিন। প্রকৃতপক্ষে গণতন্ত্র ও গণতন্ত্রের মানসকন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।’ 

ড. হাছান মাহমুদ বলেন, ‘আজ ৭ মে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। প্রথমে শেখ হাসিনা বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিলো। এরপর প্রধানমন্ত্রীর  দেশে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে বঙ্গবন্ধুকন্যা বলেছিলেন যে, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমি ঢাকায় গিয়ে মামলা লড়বো।’

তথ্যমন্ত্রী  বলেন, ‘বঙ্গবন্ধু যেমন অসীম সাহসী ছিলেন আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যাও অসীম সাহসী। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি প্রচণ্ড সংকটের মধ্যে ধৈর্য্য হারান না, যেমন বঙ্গবন্ধু হারাননি। বঙ্গবন্ধুকে ২৫ মার্চ যখন গ্রেপ্তার করা হয় তখন শুধু সেনাবাহিনী গিয়েছিলো তা নয়, তাকে গ্রেপ্তারের আগে চারপাশে বিভিন্ন বিস্ফোরণ ঘটানো হয়। ধানমন্ডি এলাকায় গোলাগুলি করা হয়। তিনি সে সময় ধৈর্য্য হারাননি। বঙ্গবন্ধু বরং পাকিস্তানিদের বলেছিলেন তোমাদের এতো গোলাগুলি বিস্ফোরণ ঘটানো, মানুষকে কষ্ট দেওয়ার প্রয়োজন ছিলো না। আমার কাছে আসলেই তো আমাকে নিয়ে যেতে পারতে।  গ্রেপ্তারের পূর্ব মুহূর্তেও তিনি স্বাধীনতা ঘোষণা করে গেছেন। শেখ হাসিনাও প্রচণ্ড সংকটে ধৈর্য হারাননি।

ঢাকা বিজনেস/এমএ






আরো পড়ুন