২৬ জুন ২০২৪, বুধবার



অভিনয়ে ফিরছেন এমা

বিনোদন ডেস্ক || ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
অভিনয়ে ফিরছেন এমা


হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। ২০১৯ সালে ঘোষণা দিয়েছিলেন অভিনয়ে আর দেখা যাবে না তাকে। এরপর ৫ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে, বিরতি ভেঙে আবারও ফিরছেন ব্রিটিশ এই অভিনেত্রী। তবে এ বছর নয়, আগামী বছর নতুন সিনেমায় অভিনয় করবেন। সম্প্রতি ইয়াহু লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমা তার ভক্তদের এ খবর দেন।

এমা বলেন, ‘২০১৯ সালে আমি আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর পেছনে কারণও ছিল। তবে এখন মনে হচ্ছে অভিনেত্রী হিসেবেই আমার পরিচয়টি বেশি উপভোগ্য। আমি শিশু শিল্পী হিসেবে হলিউডে যাত্রা করেছিলাম। দীর্ঘ ক্যারিয়ারে বেশকিছু কালজয়ী সিনেমায় অভিনয় করেছি। সবাই আমাকে চিনেছেন একজন অভিনেত্রী হিসেবে। অভিনয় ছাড়ার ঘোষণায় আমার ভক্তরাও বেশ কষ্ট পেয়েছিলেন তখন। কিন্তু কিছু করার ছিল না। তবে এখন আবারও আমি অভিনয়ে ফিরতে চাই।’

মাত্র ৯ বছর বয়সে হ্যারি পটার সিরিজের হারমাইনি গ্রেঞ্জার হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন এই হলিউডসুন্দরী। ড্যানিয়াল ব়্যাডক্লিফ ও রুপার্ট গ্রিন্টের সঙ্গে সেই সিরিজ সিনেমাগুলোয় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছান এমা। দেখতে দেখতে ২১ বছর কেটেছে তার অভিনয় ক্যারিয়ারে। দীর্ঘ এই সময়ে তিনি অসংখ্য ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন। দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন।

তবে কোনো সিক্যুয়েল নয়, ফিরছেন নতুন সিনেমা নিয়ে এমনটাও জানালেন এমা। তিনি বলেন, ‘আমার বেশকিছু সিনেমার নতুন সিক্যুয়েল হবে। তবে আমি নতুন এক গল্প নিয়ে ফিরছি। সিনেমার শুটিং ২০২৪ সালে শুরু হবে। এখন চলছে গল্পের কাজ। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এ বছরের শেষে নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

এমা অভিনীত সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লিটল ওম্যান’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। সিনেমায় এমা ছাড়াও অভিনয় করেন ফ্লোরেন্স পুগ, তিমুথি চ্যালমেট, এলিজা স্ক্যানলেন ও হলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপ।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন