২৯ জুন ২০২৪, শনিবার



উদ্যোক্তা
প্রিন্ট

৫০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল

ঢাকা বিজনেস ডেস্ক || ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:৩২ এএম
৫০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল


আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি নারী উদ্যোক্তাদের নিয়ে ইচ্ছা শৈলী নারী ফাউন্ডেশন হোম মেড ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে। অনলাইন ও অফলাইন মাধ্যমের ৫০ জন সফল নারী উদ্যোক্তা এই ফেস্টিভ্যালে অংশ নেবেন। 

ফেস্টিভ্যালে নারী উদ্যোক্তারা তাদের তৈরি বাহারি দেশীয় খাবার প্রদর্শন করবেন এবং ৩ জন স্বনামধন্য শেফ/ট্রেইনার ফুড টেস্ট করে পুরস্কার জয়ী নির্বাচিত করবেন বিভিন্ন কেটাগরিতে। অনুষ্ঠানটির সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত। 

এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন নায়িকা মৌসুমি, মডেল অভিনেতা এবং উদ্যোক্তা অন্তু করিম, মিসেস ইউনিভার্স ২০২২ এর তমা রশিদ, আরও থাকবেন শাহরিয়ার খান (প্রেসিডেন্ট অফ অন্ট্রাপ্রেনিউর ক্লাব অফ বাংলাদেশ), ড্রিম ওয়ে গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান মো. আবুল কাশেম রাজ এবং আরও অনেক স্বনামধন্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সংবাদ ও ছবি সংগ্রহের লক্ষ্যে মিডিয়া প্রতিনিধি আহ্বান করেছে আয়োজক কমিটি। অনুষ্ঠানের ভেন্যু- নানজিন কমিউনিটি সেন্টার, বনশ্রী, ঢাকা। মূল অনুষ্ঠান ১৩ তারিখ বিকাল ৪টা থেকে রাত ৯টা 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন