০৩ জুলাই ২০২৪, বুধবার



ঢাকা বিজনেসে সংবাদ প্রকাশের পর পানি পেলো টিলাবাসী

তানভীর আহমেদ, তাহিরপুর (সুনামগঞ্জ) || ০৮ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
ঢাকা বিজনেসে সংবাদ প্রকাশের পর পানি পেলো টিলাবাসী


জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা বিজনেস-এ সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বারেকটিলা, মাঝের টিলা ও চানপুর টিলায় বিশুদ্ধ খাবার পানির সংকট দূর করতে  ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার (৭ জুন) চানপুর টিলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সুপ্রভাত ও জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন। 

এরআগে, শুক্রবার (২জুন) ঢাকা বিজনেস-এ ‘পানিশূন্য তাহিরপুরের ৩ টিলা, ভোগান্তিতে বাসিন্দারা’শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি  কর্তৃপক্ষের নজরে আসে। 

সমতল থেকে চানপুর টিলার উচ্চতা প্রায় ৪০০ ফুট। ১৯৪০ সাল থেকে ভারত সীমান্ত লাগোয়া ওই টিলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বসবাস শুরু হয়। বর্তমানে দুই কিলোমিটার দীর্ঘ ওই টিলায় ৩৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ২৭০ জন লোক বাস করে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বলেন, ‘ইউএনওসহ সরেজমিনে চানপুর টিলা দেখে এসেছি। টিলায় পানির সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, ‘টিলাবাসী প্রাকৃতিক পানির ওপর নির্ভরশীল। বৃষ্টি না থাকায় টিলাও পানিশূন্য হয়ে পড়েছে। সেখানে পানির সংকট দূর করতেই জনস্বাস্থ্য প্রকৌশলীসহ টিলা পরিদর্শন করেছি।’  

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন