১৯ মে ২০২৪, রবিবার



শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে: শাজাহান খান

স্টাফ রিপোর্টার || ০১ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে: শাজাহান খান


শ্রমিকদের আন্দোলনের অধিকার আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেন,  ‘শ্রমিকদের আন্দোলন যেন  হঠকারী আন্দোলন   না হয়। তাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’বৃহস্পতিবার (১ জুন) প্রেস ক্লাবে আয়োজিত ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক  গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস-শ্রমিক ফেডারেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে শাজাহান খান বলেন, ‘বাজেট সমাজের রাজনৈতিক, সামাজিক অর্থনৈতিক জগতের প্রতিচ্ছবি। আগে বাজেট আসলেই মানুষের অস্থিরতা বেড়ে যেত। কিন্তু এখন এই অস্থিরতা কিছুটা কমেছে।’

শাজাহান খান বলেন, ‘২০১৩ সালে যখন গার্মেন্টসে জালাও -পোড়াও ভাঙচুর হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় ৫ দফা দবি উত্তাপন করেছিলাম। তখন থেকে শ্রমিকদের গ্রহণযোগ্য মজুরির জন্য প্রস্তাব উত্থাপন করা হয়। শ্রমিক মজুরি বৃদ্ধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু করেছেন, তা আর কেউ করেনি।’

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএমই’র নির্বাহী সভাপতি মো. হাতেম, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট  মো. নাসির উদ্দিন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি  নইমুল আহসান জুয়েল প্রমুখ।

ঢাকা বিজনেস/নুপুর/এনই



আরো পড়ুন