২৬ জুন ২০২৪, বুধবার



মাহমুদউল্লাহকে ছাড়াই টাইগারদের অনুশীলন শুরু

ক্রীড়া ডেস্ক || ২৯ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
মাহমুদউল্লাহকে ছাড়াই টাইগারদের  অনুশীলন  শুরু


মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (২৯ মে) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  ২৬ জনের প্রাথমিক দল অনুশীলন শুরু করে ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল।

প্রথম দিনের ক্যাম্পে লাল বল-সাদা বল দুই ভাগে ভাগ হয়ে অনুশীলন সেরেছেন তামিম ইকবালরা। প্রথমবারের মতো যোগ দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পথাস। ১৭ থেকে ১৮ জনকে নিয়ে অনুশীলন ক্যাম্প পরিচালনা করেন তিনি। অনুশীলনে আরেও থাকবেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তবে শুরু থেকে থাকছেন না হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। দলে ৩ জুন যোগ দেয়ার কথা রয়েছে তার।

আফগানদের বিপক্ষে অন্য ফরম্যাটের তুলনায় টেস্টে বেশি চ্যালেঞ্জ দেখছে বাংলাদেশ। ২৬ জনের এই প্রাথমিক দল থেকে তিন সংস্করণের দল বাছাই করা হবে। ৫ জন সিলেটে ‘এ’ দলের সিরিজে থাকায় তারা আজ যোগ দেননি।

প্রথমে দেওয়া হবে টেস্ট দল। ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব আল হাসান না থাকায় সেই টেস্টে লিটন দাস নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন