১৮ মে ২০২৪, শনিবার



আইপিএলে চ্যাম্পিয়ন দলসহ কে কত টাকা পাবে

ক্রীড়া ডেস্ক || ২৮ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
আইপিএলে চ্যাম্পিয়ন দলসহ কে কত টাকা পাবে


ক্রিকেটের সব থেকে বড় ফ্যাঞ্চাইজি লিগ আইপিএলের পর্দা নামছে আজ। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর টানা দ্বিতীয়বারের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স এর মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়েই শেষ হবে এবারের আইপিএল। 

ক্রিকেটের এই বৃহৎ ফ্যাঞ্চাইজি লিগ ঘিরে ক্রীড়া প্রেমীদের থাকে এক অন্য রকম উন্মাদনা। তাইতো  আগ্রহের শেষ নেই টুর্নামেন্ট শেষে কোন দল কত টাকা পেল তা জানতে। 

জেনে নেওয়া যাক এই বছর কোন দল কত টাকা পাবে

আইপিএল ইাতহাসে এই বছর ২০২৩ সিজনে  সর্বাধিক মোট প্রাইজমানি রাখা হয়েছে ৪৬.৫ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার ওপরে।

১. চ্যাম্পিয়ন দল- ২০ কোটি রুপি

২. রানার্সআপ দল- ১৩ কোটি রুপি

চেন্নাই-গুজরাটের মধ্যে যে দল শিরোপা জিতবে, তারা পাবে সর্বোচ্চ ২০ কোটি রুপি (প্রায় ২৬ কোটি টাকা) এবং রানার্সআপ দল পাবে ১৩ কোটি রুপি (প্রায় পৌনে ১৭ কোটি টাকা)।

৩. তৃতীয় হওয়া দল- ৭ কোটি রুপি (মুম্বাই ইন্ডিয়ান্স)

৪. চতুর্থ হওয়া দল- ৬.৫ কোটি রুপি (লখনৌ সুপার জায়ান্টস)

৫. সর্বোচ্চ রান সংগ্রহকারী কমলা ক্যাপজয়ী ক্রিকেটার- ১৫ লাখ রুপি

৬. সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বেগুনি ক্যাপজয়ী ক্রিকেটার- ১৫ লাখ রুপি

৭. উদীয়মান খেলোয়াড়- ২০ লাখ রুপি

৮. সবচেয়ে মূল্যবান খেলোয়াড়- ১২ লাখ রুপি

৯. গেম চেঞ্জার অব দ্য সিজন- ১২ লাখ রুপি

১০. সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন- ১২ লাখ রুপি।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন