০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার



আসছে রোজা, বাড়ছে মসলা আমদানি

আনোয়ার হোসেন বুলু , হিলি (দিনাজপুর) || ০১ মার্চ, ২০২৩, ১১:০৩ এএম
আসছে রোজা, বাড়ছে মসলা আমদানি


রোজার মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলাসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি। প্রতিদিন ভারত থেকে আসছে  পেঁয়াজ-রসুন-জিরা-এলাচ ও আদাসহ বিভিন্ন মসলাবোঝাই ট্রাক।  

হিলি বন্দরের আমদানিকারক মো. শাহিনুর রেজা শাহিন বলেন, ‘ডলার সংকট ও এলসি জটিলতার কারণে হিলি স্থলবন্দরে কিছুদিন আগেও আমদানি কম ছিল। তবে, রোজার মাসকে সামনে রেখে এই বন্দর দিয়ে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন পণ্য। রোজায় ভোগ্যপণ্যের দাম নাগালে রাখতে আমদানির প্রস্তুতি নিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণ এলসি খুলেছেন আমদানিকারকরা।’ 

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি মো, হারুন-উর-রশিদ হারুন বলেন, ‘এই পণ্যগুলোর চাহিদা সাধারণত রোজার মাস ও ঈদুল আজহার আগেই বেশি হয়। তাই আমদানিও বাড়ে।  ইতোমধ্যেই এই বন্দর দিয়ে ভারত থেকে ছোলা, মসুর ডাল, পেঁয়াজ, জিরা, আদা, রসুন, এলাচ ও বাদামসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি শুরু করেছেন আমদানিকারকেরা। এভাবেই আমদানি অব্যাহত থাকলে রোজায় আমদানিনির্ভর পণ্যের দাম ক্রেতার নাগালে রাখা সম্ভব হবে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও কয়েকগুণ বেড়ে যাবে।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও রোজা সামনে রেখে হিলিবন্দর দিয়ে আমদানিকারকরা বেশি করে মসলাসহ ভোগ্যপণ্য আমদানি শুরু করেছেন। এসব পণ্য যেন  দ্রুত খালাস করা যায়, সেজন্য পানামা পোর্টের ভেতরে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, হিলিবন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্তÑÑদুই মাসে ৯০ মেট্রিক টন ছোলা, ৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ, ৩৭৬ মেট্রিক টন মসুর ডাল, ১ হাজার ৫০০ মেট্রিক টন জিরা, ৫ মেট্রিক টন এলাচ , ২৫৮ মেট্রিক টন আদা , ২৪০ মেট্রিক টন রসুন আমদানি হয়েছে ।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন