২৩ নভেম্বর ২০২৪, শনিবার



বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণায় জুনে ২টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || ২৭ মে, ২০২৩, ১০:৩৫ এএম
বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণায় জুনে ২টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল


সম্প্রতি সময়ে বেশ কয়েকবার  বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা খেলোয়ার ভিনিসিয়ুস জুনিয়র। বর্ণবাদী এ আচরণে পুরো ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পরেছে নিন্দা ও প্রতিবাদ। প্রতিবাদের অংশ হিসাবে আফ্রিকার দুটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২৬ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, জুনে আফ্রিকার দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে তারা। 

আগামী ১৭ জুন স্পেনের বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে ব্রাজিল ও ২০ জুন পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে নামবে নেইমার-ভিনিসিয়ুসরা। 

চলতি মৌসুমে ৫ বার বর্ণবাদী আচরণের শিকার হোন ভিনিসিয়ুস। এর মধ্যে সর্বশেষ গত ২১ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ১-০ গোলের হারের ম্যাচে দর্শকরা তাকে বিভৎস নামে ব্যঙ্গ করছিলেন। 

তাৎক্ষণিক প্রতিবাদও করেন ভিনিসিয়ুস। এরপর তো পুরো বিশ্বই তা নিয়ে সরব হলো। বর্ণবাদের প্রতিবাদ করেছে তার দল রিয়াল মাদ্রিদ। বর্তমান ও সাবেক ফুটবল তারকারাও প্রতিবাদ জানিয়েছে।

এছাড়া রিয়াল মাদ্রিদ রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে ভিনির ২০ নম্বর জার্সি পরে মাঠে নামান দলের খেলোয়াড়দের। পাশাপাশি গ্যালারি থেকে ভিনিসিয়ুসকে নিয়ে মাঠে আসেন সমর্থকরা। সেখানে কারো কারো ব্যানারে লেখা ছিল, ‘আমরা সবাই ভিনিসিউস।’ আবার কেউ লিখে এনেছিলেন, ‘যথেষ্ট হয়েছে, আর না।’

সূত্র : ইএসপিএন

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন