০৭ এপ্রিল ২০২৫, সোমবার



নিলামের টাকা ক্যানসার হাসপাতালকে দিলেন মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক || ১১ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
নিলামের টাকা ক্যানসার হাসপাতালকে দিলেন মার্টিনেজ


কাতার বিশ্বকাপে পাওয়া গ্লাভসের নিলামের সব টাকা শিশুদের ক্যানসার হাসপাতালকে দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শুক্রবার (১০ মার্চ)  গ্লাভসটি নিলামে বিক্রির  ৪৫ হাজার ডলারের পুরোটাই তিনি ক্যানসার হাসপাতালকে দান করেন। জ্যামাইকা অবজারভারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন পেড্রিয়াটিক ফাউন্ডেশন তাদের ইন্সটাগ্রামে জানিয়েছে, আর্জেন্টিনার মূল নবজাতক হাতপাতাল গারাহানে নিলামের পুরো অর্থই দান করা হয়েছে।

শুক্রবার অনলাইনে পেনাল্টি শ্যু আউট করা সেই গ্লাভসের এ নিলাম অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডে নিজের বাসা থেকে মার্টিনেজ ভিডিও লিংকের মাধ্যমে নিলামে যুক্ত হন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলেন মার্টিনেজ।   

আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল প্রতিদিন খেলা হয় না। এ কারণে এবারের গ্লাভসগুলো সত্যিই বিশেষ কিছু। কিন্তু আমার বাড়িতে ফ্রেমের মধ্যে ঝুলিয়ে রাখার চেয়ে  শিশুদের জন্য তা আরও বেশি সহায়ক হবে বলেই আমি মনে করি।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন