কড়া নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
সকাল থেকে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। নির্বাচনে ১০ কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ প্রার্থী রাহাত হাসান ও স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপি’র বহিস্কৃত সভাপতি এনামুল করিম মিঞা (অটল)। এছাড়া নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র জানায়, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮ হাজার ৪৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩০ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১০টি এবং ভোটকক্ষ রয়েছে ৫৩টি।
সংশ্লিষ্ট্য সূত্র জানায়, নির্বাচনে মোট ২১১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ৯০ জন আনসার সদস্য এবং র্যাবের ৩টি মোবাইল টিম কাজ করছে। নির্বাচনের প্রতিটি কেন্দ্রের ভেতরে ৮ জন পুলিশ সদস্য এবং ৯ জন করে আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। দুটি কেন্দ্রের জন্য ১টি করে মোবাইল টিম মোতায়েন করা হয়েছে৷
এ ব্যাপারে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘সব কেন্দ্রই আমরা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। তাই প্রতিটি কেন্দ্রে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।’
নোমান/এইচ