২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



সুজানগর উপজেলায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক || ১৬ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
সুজানগর উপজেলায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত


বাংলাদেশ বেতারের অন্যতম আয়োজন তারুণ্যের কণ্ঠ'। শনিবার (১৩ মে) সকাল ১১ টায় পাবনা জেলার সুজানগর উপজেলা পরিষদের সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজানগর মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, 'বাল্যবিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের সবার উচিৎ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরি করা। আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিল আফরোজ, অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, 'বাল্যবিবাহ আমাদের জন্য অভিশাপ। আসুন বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কাজ করি।'

উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ৩ জুন,  শনিবার রাত ৮  টা ১০ মিনিটে পরিচালক মো. বশির উদ্দীন এর নির্দেশনায়  উপ পরিচালক  মো. আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন