কাজী রায়হান। বাংলাদেশের একজন মনিপুরী নৃত্যশিল্পী ও পরিচালক। বর্তমানে ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ লন্ডনে স্নাতকোত্তর করছেন। দুর্গা পূজার আমেজে লন্ডনেও বিশাল পরিসরে ওপার বাংলা (ভারত) ও এপার বাংলার সব বাঙালিরা ধুমধাম করে উদযাপন করছেন।
রবিদাস কমিউনিটি সেন্টার, সুইস কটেজ লাইব্রেরি হলে দ্য হিন্দু সোসাইটির প্রেসিডেন্ট সিপন বর্মন ও ক্যামডন পূজা কমিটির ডাক্তার আনন্দ গুপ্ত প্রতিবারের মতো এবারও অনেক বিশাল পরিসরে এই আয়োজন করেন।
যে আয়োজনে কলকাতা থেকে আগত সনামধন্য ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী ও তার দলের অসাধারণ পরিবেশনা। বলে রাখা ভালো, ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী। দক্ষিণায়ন ইউকের সঙ্গে দীক্ষামঞ্জরীর যৌথ পরিবেশনায় ‘দুর্গতিনাশিনী’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ মঞ্চস্থ হয়। ছিল ‘মহিষাসুর মর্দিনী’-ও। ডোনা গঙ্গোপাধ্যায় যেমন নিজে পারফরম্যান্সের সঙ্গে নৃত্য পরিচালনাও করছেন, তেমনই সঙ্গীত পরিচালনা করেছেন আনন্দ গুপ্ত। কাজী রায়হানও অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে। আর এর মাধ্যমে দর্শকের মন ভরিয়ে তুলেন।
উল্লেখ্য, কাজী রায়হান দীর্ঘ ২০ বছরের ও বেশি দিন যাবত নাচের সাথে জড়িত ও ৯ বছর যাবত মনিপুরি নাচের তালিম নিয়েছেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের একজন সরকারি তালিকাভুক্ত শিল্পী।