০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



ঝাঁজ কমেছে পেঁয়াজের, কিন্তু কত

আনোয়ার হোসেন বুলু,দিনাজপুর || ২১ নভেম্বর, ২০২৪, ০৩:১১ পিএম
ঝাঁজ কমেছে পেঁয়াজের, কিন্তু কত


দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। এক সপ্তাহ আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রতিকেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে আরও কমা দরকার। আর বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। আমদানি বাড়লে দাম আরও কমতে পারে। 

বৃহস্পতিবার সকালে হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মো. মোকরাম হোসেন বলেন, গত সপ্তাহে ভারতীয় প্রতিকেজি পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজি দরে। আর আজ একটু ভাল মানের ভারতীয় পেঁয়াজ কিনলাম ৮০ টাকা কেজি দরে। কেজিতে ২০ টাকা করে কমেছে। 

আরেক ক্রেতরা আব্দুর রউফ বলেন, যদিও পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। তবে প্রতিকেজি পেঁয়াজ ৫০ টাকার নিচে নামলে সাধারণ ক্রেতাদের জন্য ভাল হতো। 

আব্দুর রউফ আরও বলেন, গত বছর এসময় ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছি। 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. ফেরদৌস রহমান বলেন, কিছুদিন আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যায়। তখন প্রতিকেজি পেঁয়াজ ৯০ টাকা পাইকারি কিনে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এ সপ্তাহে ভারত থেকে পেঁয়াজের আমদানি একটু বেড়েছে। তাই দামও কমেছে। এখন মানভেদে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে কিনে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। 

ফেরদৌস রহমান আরও বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লে দাম আরও কমে আসতে পারে। 

হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী ঢাকা বিজনেসকে বলেন, বুধবার (২০ নভেম্বর) হিলি বন্দর দিয়ে ভারত থেকে ৪০৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। 




আরো পড়ুন