২৬ জুন ২০২৪, বুধবার



যুক্তরাজ্যের সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
যুক্তরাজ্যের সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস


যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে সিংহাসনে বসেছেন তৃতীয় চার্লস। শনিবার (৬ মে) শপথ শেষে তাকে রাজমুকুট পরিয়ে দেওয়া হয়। এ সময় তার হাতে রাজদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও।

রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন। এ সময় তিনি আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া একজন ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।

এর আগে রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান তাঁরা।

রাজা চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জোড় হয়েছে। বিশ্বের প্রায় ১০০ দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

ঢাকা বিজনেস/এমএ


গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস যুক্তরাজ্যসহ আরও ১৫টি দেশের রাজা হন।



আরো পড়ুন